১১ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

দিনাজপুরে নকল প্রসাধনী তৈরীর কারখানা!

আমাদের প্রতিদিন
1 year ago
167


ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযান:প্রতিষ্ঠান সিলগালা:জরিমানা

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরেই তৈরী হচ্ছে ইতালিয়ানো স্প্যানিশ অলিভ ওয়েল, ওয়েলস ক্যাস্টর ওয়েল, জর্ডন গিøসারিন, জনসন অলিভ ওয়েলসহ রাজস্থানী হেনা কোন মেহেদী ও কাভেরী মেহেদী। এমন একটি নকল প্রসাধনী তৈরীর কারখানার খবর পেয়ে গতকাল বুধবার অভিযান চালিয়েছে দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। আবরার কেমিক্যাল নামে ওই প্রতিষ্ঠানটিকে সিলগালাসহ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

এসময় মমতাজ বেগম বলেন, দিনাজপুর উপশহর ২নং বøকের নিজ বাসায় আবরার কেমিক্যাল নামে একটি নকল প্রসাধনী তৈরীর প্রতিষ্ঠান গড়ে তোলেন জনৈক ফারুক হোসেন। সরেজমিনে সেখানে অভিযান চালিয়ে  দেখা যায়-সেখানে তৈরী করা হয়, ইতালিয়ানো স্প্যানিশ অলিভ ওয়েল, ওয়েলস ক্যাস্টর ওয়েল, জর্ডন গিøসারিন, জনসন অলিভ ওয়েলসহ রাজস্থানী হেনা কোন মেহেদী ও কাভেরী মেহেদীসহ বিভিন্ন নকল প্রসাধনী। তিনি বলেন, অভিযান চলাকালীন প্রতিষ্ঠানের মালিক উপস্থিত না থাকার কারণে ম্যানেজার মো. শামিম প্রতিষ্ঠানের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেন নি। তিনি বলেন, যেহেতু প্রতিষ্ঠানটি নিজস্ব কোন ব্রান্ডের কসমেটিক্স সামগ্রী প্রস্তুত না করে দেশী ও বিদেশী নামী-দামী ব্র্যান্ডের সামগ্রী তৈরী করছে, আবার আলাদা কোন স্থাপনায় নয়-নিজ বাড়িতে অবৈধভাবে কেমিক্যাল মিশিয়ে নকল পণ্য সামগ্রী তৈরী করার অপরাধে প্রতিষ্ঠানের ম্যানেজারকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়।

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়