২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৫ জুন, ২০২৩ - 05 June, 2023
amader protidin

সবুক্তগীন সভাপতি ও সুমনকে সাধারণ সম্পাদক করে বিএমএসএফ’র নীলফামারী জেলা কমিটি গঠন

আমাদের প্রতিদিন
1 week ago
30


নীলফামারী প্রতিনিধি:

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) এর ১১ সদস্য বিশিষ্ট নীলফামারী জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি রায়হান সবুক্তগীনকে সভাপতি ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ওয়ালি মাহমুদ সুমনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। ২৩মে বিএমএসএফ এর প্রধান আহমেদ আবু জাফর এই কমিটি অনুমোদন দেন। সহ-সভাপতি হিসেবে সিএসএম তপন (আমাদের প্রতিদিন) ও ,শামীম হোসেন বাবু (দৈনিক ইত্তেফাক)  সাংগঠনিক সম্পাদক হিসেবে ঢাকা পোস্টের শরিফুল ইসলাম, দফতর সম্পাদক হিসেবে জাগো নিউজের রাজু ইসলাম এবং সদস্য হিসেবে দৈনিক নয়া শতাব্দির আইয়ুব আলী, দৈনিক সাহসী কণ্ঠের ওমর ফারুক, দৈনিক খবরপত্রের সোহাগ ইসলাম, আশ্রয় প্রতিদিনের তাহেরুল ইসলাম ও ঢাকা টাইমসয়ের শাহিনুর রহমান রয়েছেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওয়ালি মাহমুদ সুমন বলেন, সারাদেশে সাংবাদিকদের নেটওয়ার্ক হিসেবে বিএমএসএফ যেভাবে কাজ করছে নীলফামারীতেও আমরা সাংবাদিকদের কল্যাণে কাজ করবো।

সর্বশেষ

জনপ্রিয়