১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ২৯ মে, ২০২৩ - 29 May, 2023
amader protidin

কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল দুঃখিত চন্দ্রের

আমাদের প্রতিদিন
3 days ago
10


কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদরের মোগলবাসা এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুঃখিত চন্দ্র (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে মোগলবাসা ইউনিয়নের কিসমত মাল ভাঙা গ্রামে নিজ বাড়িতে এ দূর্ঘটনার শিকার হন দু:খিত চন্দ্র।

মোগলবাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,নিহত যুবক কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের কিসমত মালভাঙা গ্রামের শ্রী বিনাস চন্দ্রের ছেলে। নিহত দুঃখিত চন্দ্র এক সন্তানের জনক।

স্থানীয়রা জানান,দুঃখিত চন্দ্র বাড়িতে বিদ্যুৎ মিস্ত্রিসহ ওয়ারিং এর কাজ করছিলেন। কাজ করা অবস্থায় অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাড়ির পিছনে থাকা পুকুরে পড়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি-তদন্ত মোঃ সাঈদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি বলেন, মোগলবাসা ইউনিয়নে এক যুবক বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে শুনেছি। নিহতের পরিবারের লোকজন আসলে থানা একটি ইউডি মামলা করা হবে ।

সর্বশেষ

জনপ্রিয়