১৯ আশ্বিন, ১৪৩০ - ০৪ অক্টোবর, ২০২৩ - 04 October, 2023
amader protidin

বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে রেকর্ড ১১ কোটি: জাতিসংঘ

আমাদের প্রতিদিন
3 months ago
113


আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধ-সংঘাতের কারণে বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড ১১ কোটিতে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এ তথ্য জানিয়েছে। মূলত ইউক্রেন এবং সুদান যুদ্ধ ও আফগানিস্তানে সরকার বদলের কারণে কারণে লাখ লাখ মানুষ বাড়ি-ঘর ছাড়তে বাধ্য হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৪ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বুধবার (১৪ জুন) সবশেষ বার্ষিক প্রতিবেদন ফোর্সড ডিসপ্লেসমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে ইউএনএইচসিআর। সেখানে বলা হয়, গত বছর প্রায় ১ কোটি ৯০ লাখ মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।

জেনেভায় আয়োজিত এক প্রেস কনফারেন্সে জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি সাংবাদিকদের বলেন, সুদানের আট সপ্তাহের সংঘাতের কারণে বাস্তুচ্যুতির সংখ্যাটি আরও বেড়ে অন্তত ১১ কোটিতে উন্নীত হয়েছে। তিনি বলেন, এটি বিভিন্ন রাষ্ট্রের ওপর একটি অভিযোগের বিষয় যা প্রকাশ করা উচিত।

গ্র্যান্ডি আরো বলেন, সম্পূর্ণ পরিসংখ্যানে এমন ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছেন যারা তাদের নিজের দেশের মধ্যে নিরাপত্তা খুঁজছেন আবার যারা সীমান্ত অতিক্রম করেছেন তারাও রয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়