১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

রংপুর জেলা ট্রাফিকের পাগলাপীরে জনসচেতনতামূলক পথসভা

আমাদের প্রতিদিন
10 months ago
159


পাগলাপীর(রংপুর)প্রতিনিধিঃ

রংপুর সদর উপজেলার পাগলাপীর বাজারে  রংপুর জেলা ট্রাফিক পুলিশের জনসচেতনতামূলক পথসভা করা হয়েছে। বিকাল ৩ টায় পাগলাপীর গোলচত্তর সহ গুরুত্বপূর্ণ রোডে রংপুর জেলা ট্রাফিকের টিআই মোঃ দেলোয়ার হোসেন এর নির্দেশে পাগলাপীর বাজার পুলিশ বক্স  সামনে স্থানীয় রিক্সা, ভ্যান, অটো, সিএনজি, বাস , কার, মাইক্রো, মটর সাইকেল আরোহী সহ বিভিন্ন বিভিন্ন্ পরিবহনের ড্রাইভার হেল্পার ও শিক্ষার্থী পথচারীদের  নিয়ে অনুষ্টিত হলো এ পথসভাটি। পাগলাপীরের উক্ত ট্রাফিকের পথসভাটিতে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ সার্জেন্ট মোঃ নওশাদ হোসেন ও এটিএসআই , কনস্টেবল সহ বিভিন্ন ড্রাইভার, হেলপার সহ সাধারন মানুষজন। ট্রাফিক পুলিশ সার্জেন্ট মোঃ নওসাদ হোসেন বলেন আমরা টিআই মোঃ দেলোয়ার হোসেন এর নির্দেশে পাগলাপীর সহ বিভিন্ন স্থানে পথচারিদের জনসচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করে আসতেছি। রংপুর জেলা ট্রাফিকের টিআই মোঃ দেলোয়ার হোসেন সবার উদ্দেশে বলেন হেলমেট পরিধান করতে হবে, ট্রফিক আইন মেনে চলতে হবে ,মটরসাইকেলে তিন জন আরোহী নিয়ে গাড়ি চালানো যাবেনা, হাইওয়ে রোডে বেশি গতিতে গাড়ি চালানো যাবেনা, রাস্তা পারাপার এর সময় দেখে শুনে পারাপার হতে হবে, মটর সাইকেল সহ সব গাড়ির কাগজ পত্র সাথে রাখবেন ,গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা যাবেনা তাহলে নিজেকে নিরাপদ রাখতে পারবেন। রংপুর জেলা ট্রাফিকের টিআই মোঃ দেলোয়ার হোসেন আরো বলেন আমরা গরমে, রোদ, বৃষ্টিতে ভেজে রোড়ে দাঁড়িয়ে  বিভিন্ন্ অভিযান সহ যানযটের নিরসনে কাজ করে আসতেছি।  

সর্বশেষ

জনপ্রিয়