৫ চৈত্র, ১৪৩১ - ১৯ মার্চ, ২০২৫ - 19 March, 2025

ডোমারে আগুনে পুড়ে ঘরের আসবাবপত্রসহ মালামাল পুড়ে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

আমাদের প্রতিদিন
1 year ago
234


ডোমার (নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে ১৪টি ঘরের আসবাবপত্রসহ মালামাল পুড়ে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।

শনিবার ০২ সেপ্টেম্বর  সকাল ৭ টার দিকে উপজেলার ০৮ নং ডোমার সদর ইউনিয়নের পূর্ব চিকনমাটি হুজুরপাড়া এলাকার মৃত আজিজুল ইসলাম ওরফে এসলাম এর বাড়িতে এ ঘটনা ঘটে।উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন ইউপি সদস্য আলমগীর হোসেন।

আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মৃত এসলামের ছেলে বেলাল হোসেন বলেন, সকাল ৭টার দিকে ঘরের শর্ট সার্কিটের ত্রুটির কারনে আগুনের সুত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে ১২টি ঘর এবং ঘরের ভিতরের সব আসবাবপত্র, খাবার চাল ০৫ ভরি স্বর্ন এবং নগদ ১৫ হাজার টাকা পুড়ে যায়।পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমান ১৫ লক্ষ টাকা বলে জানান বেলাল হোসেন। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘরগুলোর লোকজন বাইরে বের হয়ে নিরাপদে আশ্রয় নেন। এতে কেউ আহত হয়নি। এ বিষয়ে ডোমার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইয়েদ মোঃ ইমরানের মোবাইলে ফোনে কল দিয়ে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য প্রদান করা সম্ভব হয়নি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth