১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

পার্বতীপুরের ট্যাংলরী মালিক গ্রুপ ও শ্রমিকদের পরিবহন ধর্মঘট তেল উত্তোলন বন্ধ

আমাদের প্রতিদিন
10 months ago
155


৩ দফা দাবীতে

মুসলিমুর রহমান,পার্বতীপুর(দিনাজপুর):  

জ্বালানী তেলের বিক্রয় কমিশন বৃদ্ধি, পেট্রোল পাম্পের ব্যাবসায়ী কমিশন এজেন্ট গেজেট আকারে প্রকাশ ও ট্যাংলরী ভাড়ার উপর ভ্যাট সংযুক্ত না থাকায় এবং ট্যাংলরী ইকোনোমিক লাইফ ২৫ বছরের উর্দ্ধে নির্ধারন পুর্বক পৃথকভাবে সুস্পষ্ট গেজেট প্রকাশ করন এই ৩ দফা দাবী আদায়ে জ্বালানী তেল  মালিক ব্যাবসায়ী ও শ্রমিকগন অনিদৃষ্টকালের পরিবহন ধর্মঘটে নেমেছে । পুর্ব ঘেসিত কর্মসুচীর অংশ হিসেবে  আজ রোববার (৩ সেপ্টেম্বর)  সকাল থেকে জ্বালানী তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে পার্বতীপুর ওয়েল হেড ডিপোর সামনে মালিক গ্রুপের নেতৃবৃন্দ অবস্থান নিয়ে পুর্ব ঘোসিত  কর্মসুচী তুলে ধরেন। এসময় বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক  মোঃ ফজলুল হক ভুইয়া, দিনাজপুর পেট্রোল পাম্প মালিক গ্রপের সাধারন সম্পাদক এটি এম হাবিবুর রহমান সহ সম্পাদক মোঃ রজব আলী ও ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম  প্রমুখ।

 

 

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়