১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

পলাশবাড়ীতে জন্মাষ্টমী উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

আমাদের প্রতিদিন
10 months ago
224


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :

সনাতন হিন্দু সম্প্রদায়ের বিশেষ ধর্মীয় অনুষ্ঠান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালনে কার্যক্রমকে সফল করতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে এক  প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের নির্বাহী অফিসারের অফিস কক্ষে আজ মঙ্গলবার ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ। এসময় উপস্থিত ছিলেন ও সার্বিক আইন শৃংখলা বিষয়ে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন থানা অফিসার আরজু মোঃ সাজ্জাদ হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা পূঁজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু নির্মল মিত্র,সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা,পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা,রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, প্রেসক্লাব পলাশবাড়ীর সভাপতি মন্জুর কাদির মুকুল,উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশুসহ অন্যান্যরা।

সভায় সর্বসম্মতিক্রমে পৌর শহরে জন্মাষ্টমীতে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, যেটি পলাশবাড়ী কেন্দ্রীয় কালি মন্দির হতে সকাল ১১ টায় বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে পূর্ণরায় কালি মন্দিরে গিয়ে শেষ করবে। এরপর তাদের নিজ নিজ ধর্মীয় রিতিনীতি অনুযায়ী পালন করবেন। এতে সার্বিক আইন শৃংখলা বিষয়ে সার্বক্ষনিক  সহযোগীতা করবে উপজেলা প্রশাসন,থানা পুলিশ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য,সনাতন পঞ্জিকা অনুসারে ৬ ও ৭ সেপ্টেম্বর পড়েছে জন্মাষ্টমী তিথি। ভাদ্র মাসের কৃষ্ণ জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে ৬ সেপ্টেম্বর বুধবার বিকাল ৩টা ৩৭ মিনিটে। অষ্টমী তিথি শেষ হবে ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪.১৪ মিনিট। পুরাণ অনুসারে, রাত্রি বারোটায় রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল।

 

সর্বশেষ

জনপ্রিয়