১১ চৈত্র, ১৪৩১ - ২৫ মার্চ, ২০২৫ - 25 March, 2025

জন্মাষ্টমী উপলক্ষে গঙ্গাচড়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 year ago
257


গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি:

সনাতন ধর্মালম্বীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গঙ্গাচড়া উপজেলা শাখার আয়োজনে বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে গঙ্গাচড়া উপজেলা কেন্দ্রীয় দূর্গা ও কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, ওসি দুলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ কুমার সরকার । উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ক্ষ্যান্ত রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণমাধ্যম কর্মী নির্মল রায়। সভা শেষে  উপজেলা কেন্দ্রীয় দূর্গা ও কালী মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন এলাকার সনাতনী সম্প্রদায়ের ধর্মালম্বীরা অংশগ্রহণ করেন শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রতাপ চন্দ্র রায় ও মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ডাঃ ধীরেন চন্দ্র রায়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth