১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

হরিদেবপুর ইউনিয়নে ডেঙ্গু মশা প্রতিরোধে লিফলেট বিতারণ

আমাদের প্রতিদিন
10 months ago
149


আব্দুর রহিম, পাগলাপীর রংপুর:

দেশে ভয়াবহ ডেঙ্গু বেড়ে যাওয়া রংপুর সদর উপজেলার,২নং হরিদেবপুর ইউনিয়ন পরিষদের পক্ষে থেকে ডেঙ্গু মশা প্রতিরোধ করার লক্ষে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন ভ্যানচালক, রিশকা চালক, পথচারি ও ব্যাবসায়দের সহ জনসাধারণের মাঝে লিফলেট বিতারণ করা হয়। চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন প্রত্যেকেই নিজ বাসা-বাড়ি,অফিসের আসেপাশে ময়লা ফুলের টপ ও বৃষ্টির পানি জমে থাকে এমন পাত্র থাকলে পরিস্কার করতে হবে। চেয়ারম্যান আরো বলেন আমরা সবাই মিলে রাতে মুশরি ভেলে ঘুমাতে হবে ও বাড়ির আসেপাশে পরিষ্কার রাখলে তাহলে অন্তত কিছুটা হলেও ভয়াবহ ডেঙ্গু মশা থেকে স্বাভাবিক রক্ষা পাওয়া যাবে। চেয়ারম্যান ইকবাল হোসেন নিজে থেকে তার ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের মসজিদে গিয়ে মুসল্লিদের মাঝে ডেঙ্গু মশা প্রতিরোধ করার লক্ষে আলোচনা সভা ও জনসাধারণ মাঝে লিফলেট বিতারণ করেন। চেয়ারম্যান বলেন খুব জ্বর হলে ডাক্তারের পরার্ম নিন।

 

                                   

 

সর্বশেষ

জনপ্রিয়