১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

আরপিএমপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

আমাদের প্রতিদিন
10 months ago
524


কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে চার হাজারেরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা ও বিনামুল্যে ওষুধ দেয়া হয়েছে। রংপুর মেট্টোপলিটন পুলিশের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা ও বিনামুল্যে ওষুধ দেয়া হয়।  আজ শনিবার হারাগাছ উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রংপুর মেট্টোপলিটন পুলিশ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা এই ক্যাম্পের আয়োজন করেন। ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের ২৫ টি গ্রাম থেকে ভিড় করেন মানুষ। সবাইকে চিকিৎসা দিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা নিয়োজিত ছিলেন।

রংপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম (বার) পিপিএম (বার) এর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।

আরো বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) আবু জাফর, রংপুর মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ বিমল চন্দ্র রায়, জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান মোছাদ্দেক হোসেন বাবুল, জেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মাজেদ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, রংপুর মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সম্পাদক আরিফ হোসেন টিটু, মেট্টোপলিটন হারাগাছ কমিউনিটি পুলিশিং কমিটির সম্পাদক জামিল আক্তার প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়