১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

পলাশবাড়ীতে এডওয়াফের কার্যক্রম মনিটরিং ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
10 months ago
117


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে Strengthening Parliament's Capacity in integration of population and Development issues (SPCPD) প্রকল্পের উদ্যোগে এবং বাংলাদেশ সংসদ সচিবলায় (ইউএনএফপিএ) ও উপজেলা প্রশাসনের আয়োজনে এডওয়াফ কমিটির কার্যক্রম মনিটরিং ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৭ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি।

এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ও এসপিসিপিডি এর প্রকল্প পরিচালক এম এ কামাল বিল্লাহ।

সভায় আরো বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল,ইউএনএফপিএ এর টেকনিক্যাল অফিসার খন্দকার জাকির রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিছুর রহমান, থানা অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন,পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা,রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ পারভীনসহ অন্যান্যরা। এছাড়াও প্রকল্পের আওতায় উপজেলার ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে এডওয়াফ কমিটির সদস্য শিক্ষার্থীগণ তাদের কমিটির কার্যক্রম ও সমস্যা গুলো তুলে ধরেন পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী তাকিয়া সুলতানা , আকলিমা আক্তার, গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ওমেলা সরকার, পলাশবাড়ী এ এ এস বি পি মহিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষার্থী আয়শা সিদ্দিকা, বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রিয়া মনি, পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জাবির আস আদ খান।

সর্বশেষ

জনপ্রিয়