৭ ফাল্গুন, ১৪৩১ - ২০ ফেব্রুয়ারি, ২০২৫ - 20 February, 2025

সাংবাদিকের উপর হামলা ও নির্যাতন পীরগঞ্জে বিচারের দাবিতে সাংবাদিক সমাবেশ

আমাদের প্রতিদিন
1 year ago
204


পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

রাজধানী ঢাকা সহ দেশে বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে সমাবেশ হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। আজ সোমবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এ সমাবেশ হয়।

গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা সহ সারা দেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা, মারপিট ও নির্যাতন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার ও আহতদের সরকারী ভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এরুপ ঘটনার পুনরাবৃত্তি হলে  সারা দেশে আন্দোলন গড়ে তুলবে সাংবাদিক সমাজ।

পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী, সিনিয়র সাংবাদিক দীপেন রায়, ফজলুল কবীর, মামুনুর রশিদ, অঙ্গিকার নাট্য নিকেতনের সভাপতি গৌতম দাস বাবলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাবেক সহ সভাপতি মোকাদ্দেশ হায়াত মিলন, যুগ্ন সম্পাদক বিষ্ণুপদ রায়,অর্থ সম্পাদক দুলাল সরকার, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি নুর নবী রানা, পীরগঞ্জ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন,  সাংবাদিক রোজিনা আকতার, মনছুর আহাম্মেদ, শুভ শর্ম্মা প্রমূখ।

 

  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth