১১ চৈত্র, ১৪৩১ - ২৫ মার্চ, ২০২৫ - 25 March, 2025

গঙ্গাচড়ায় জাতীয় যুব দিবস পালিত

আমাদের প্রতিদিন
1 year ago
195


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

'স্মার্ট যুব সমৃদ্ধ দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ' এ শ্লোগানে জাতীয় যুব দিবস  উদযাপন  উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় যুব র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর গংগাচড়ার আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুহুল আমিন।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল ও রাবিয়া বেগম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান বক্তব্য রাখেন।

সভা শেষে ৪ জন যুবককে ৬০ হাজার  করে মোট ২ লাখ ৪০ হাজার টাকার ঋণের চেক দেয়া হয়। এর আগে একটি যুব র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, প্রশিক্ষণার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth