৭ ফাল্গুন, ১৪৩১ - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ - 19 February, 2025

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

আমাদের প্রতিদিন
1 year ago
51


নিজস্ব প্রতিবেদক:

রংপুর নগরীর একটি বাসা থেকে ১০৬০ পিস ইয়াবাসহ রেজাউল করিম নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। সে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি  উপজেলার পূর্ব ধনিরাম গ্রামের মোঃ আব্দুল মালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান। তিনি জানান, রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকার লালবাগ বালাপাড়ায় মোঃ রাকিবুজ্জামানের তিন তলা বাড়ির ২য় তলার ভাড়া থাকতেন রেজাউল করিম (৪০)। বুধবার রাতে অভিযান পরিচালনা করে ১০৬০ পিস ইয়াবা উদ্ধার  করা হয়। এসময় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত মোঃ রেজাউল করিমকে জিজ্ঞাসাবাসে বলেন, জব্দকৃত ইয়াবাগুলো বগুড়া জেলার ইমন নামের একজনের নিকট হতে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে তার হেফাজতে রেখেছিল। রেজাউল করিম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি  উপজেলার পূর্ব ধনিরাম গ্রামের মোঃ আব্দুল মালেকের ছেলে। সে পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসার আড়ালে সে ইয়াবা ব্যবসা পরিচালনা করত।  

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth