৬ আষাঢ়, ১৪৩২ - ২১ জুন, ২০২৫ - 21 June, 2025

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের

আমাদের প্রতিদিন
1 year ago
150


দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে কাভার্ডভ্যান ও মুরগী বোঝাই পিকআপ এবং ট্রাকের ত্রিমূখী সংঘর্ষে ঘটনাস্থলে পিকআপের চালক নায়েব আলী (৪০) ও হেল্পার শফিউজ্জামান (৪২) দুইজন নিহত হয়েছেন।

নিহত পিকআপ চালক নায়েব আলী ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত ফয়েজ উল্লার ছেলে ও হেল্পার শফিউজ্জামান একই জেলার বাঙ্গালীপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

আজ শুক্রবার (১০ নভেম্বর) সকালে ফুলবাড়ী উপজেলার বিজিবি ক্যাম্পের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। দিনাজপুর শহর থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যান নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শে বিদ্যুতের খুটিকে ধাক্কা দেয়। এসময় পিছন থেকে আসা অপর একটি ট্রাক কাভার্ডভ্যানটিকে আঘাত করে। অপর দিকে মুরগী বোঝাই পিকআপ ট্রাকটির পিছনে সজরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মূরগী বোঝাই পিকআপ-এর চালক ও হেল্পার নিহত হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth