১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

পীরগাছায় নলকূপ চুরি নিয়ে কথা বলায় মাদক ব্যবসায়ীর হামলায় আহত ৭

আমাদের প্রতিদিন
8 months ago
142


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় নলকূপ চুরি নিয়ে কথা বলায় স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ীর হামলার শিকার হয়েছেন এক ইউপি সদস্যসহ ৭ জন। এদের মধ্যে রাজু নামে একজনকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার অন্নদানগর ইউনিয়নের তনুর মোড় বাজারে স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষনিক ভাবে শতাধিক এলাকাবাসী হামলাকারীদের গ্রেফতারের দাবিতে তনুর মোড় বাজারে মিছিল ও মানববন্ধন করেন।

অন্নদানগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু হেনা মোস্তফা কামাল মাসুদ জানান, গত ২ নভেম্বর গভীর রাতে তনুর মোড় বাজারে থাকা একটি নলকূপ হারিয়ে যায়। ওই রাতে স্থানীয় কয়েক মাদক ব্যবসায়ী সে সময় বাজারে জুয়া খেলছিল। এ নিয়ে শালিস-বৈঠকও করা হয়। এ ঘটনার জের ধরে গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে প্রভাবশালী ইজ্জত আলীর নেতৃত্বে মিন্টু মিয়া, ঈমান আলী, নাঈম মিয়া, শাহ আলমসহ কয়েক ব্যক্তি তনুর মোড় বাজারে থাকা ইউপি সদস্য আবু হেনা মোস্তফা কামাল মাসুদ, রাজু মিয়া, সাদ্দাম হোসেন, আবু বক্কর, হাফিজুর ইসলাম, তুহিন মিয়াকে  দেশীয় অস্ত্রদ্বারা  এলোপাতারি মারপিট করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত রাজু মিয়াকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাজু মিয়া ওই এলাকার মফিজ উদ্দিনের ছেলে। ঘটনার পর ওই বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষনিক শতাধিক এলাকাবাসী হামলাকারিদের গ্রেফতারের দাবিতে মিছিল ও মানববন্ধন করেন।  ইউপি সদস্য মাসুদ জানান, হামলাকারিরা সরাসরি মাদকের সাথে জড়িত। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। তারা এলাকায় মাদক ছড়িয়ে দিতে পরিকল্পিত ভাবে এ হামলা করেছে।  জানতে চাইলে অভিযুক্ত ইজ্জত আলীর সাথে যোগাযোগ করা হলে তারা নিজেদের উপর উল্টো হামলার কথা জানান। এ ব্যাপারে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।  

সর্বশেষ

জনপ্রিয়