৭ ফাল্গুন, ১৪৩১ - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ - 19 February, 2025

প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সরকারের সময় গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করে-স্পিকার

আমাদের প্রতিদিন
1 year ago
318


পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সরকারের সময় গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ রোববার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য  দিচ্ছিলেন। তিনি  বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সরকারের সময় গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করে সাংবাদিকদের কাজে বর্তমান সরকারের কোনো চাপ নেই। আপনাদের লেখনি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। যেটিই আপনারা মত প্রকাশ করতে চান সেটি করতে পারছেন এবং করছেন। তিনি আরও বলেন-দেশের অভুতপুর্ব উন্নয়ন অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এজন্য তিনি সকরের আন্তরিক সহযোগিতাও কামনা করেন। পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান জুয়েলের সভাপতিত্বে রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, এটিএন বাংলার কারেন্ট এ্যাফেয়ার্স এডিটর কেরামত উল্লাহ বিপ্লব, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএম মাজহারুল আলম মিলন,প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহীল বাকী বাবলুসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে তিনি সন্ধ্যায় সানেরহাট উচ্চ বিদ্যালয় এক মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth