১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

তারাগঞ্জে শিক্ষা উন্নয়ন কমিটির সভা

আমাদের প্রতিদিন
8 months ago
241


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে শিশু শিক্ষার্থীদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরন, ঝরেপড়া রোধ ও ৬ থেকে ১০ বছরের শিশুদের বিদ্যালয়ে ভর্তিও হার বৃদ্ধির লক্ষ্যে উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা জাগরণী চক্র ফাউন্ডেশন অফিসের সভা কক্ষে জাগরণী চক্র ফাউন্ডেশনের রিয়ালাইজ প্রকল্পের আয়োজনে ও বিএমজেড এবং নেটজ বাংলাদেশের আর্থিক সহযোগীতায়  উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জাগরণী চক্র ফাউন্ডেশনের ম্যানেজার আসাদুল ইসলাম আসাদ। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহজিদা হক, আবুল কালাম আজাদ, আব্দুর রাজ্জাক, সাংবাদিক প্রবীর কুমার কাঞ্চন, রংপুর জেলা রিয়ালাইজ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রেজাউল করিম প্রমুখ। এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইডিসি, এসএমসি সদস্য এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, জাগরণী চক্র ফাউন্ডেশন ২০২০ সালের জানুয়ারী মাস থেকে বিএমজেড এবং নেটজ বাংলাদেশের আর্থিক সহায়তায় তারাগঞ্জ উপজেলায় বাস্তবায়ন করছে। প্রকল্পটির মাধ্যমে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন কাজের পাশাপাশি ২০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর ৫ বছর বয়সী ৬২৩ জন শিক্ষার্থীকে আনন্দঘন পরিবশে ও বিভিন্ন ধরনের শিক্ষা উপকরনের মাধ্যমে সাজিয়ে মানসম্মত শিক্ষা প্রদান করছেন। পাশাপাশি জাগরণী চক্র ফাউন্ডেশন এর আওতায় ১০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে ৩০০ জন দরিদ্র পরিবারের শিশুদের পাঠদান প্রদান করছেন।   

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়