১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

আমাদের প্রতিদিন
8 months ago
253


ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম )প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী এক যুবক আহত হয়েছে।

উপজেলার বাগভান্ডার বিজিবি ক্যাম্পের আওতাধীন পর্ব ভোট হাট সীমান্ত দিয়ে অবৈধ পথে সুপারি পারাপারকালে বিএসএফ এর রাবার বুলেটে আশরাফুল আলম (২৫) নামের এক যুবক আহত হয়েছে বলে জানাগেছে। আহত ওই যুবক ভরুঙ্গামারী সদর ইউনিয়নের পর্ব  ভোটহাট গ্রামের আলী আকবরের ছেলে।

এলাকাবাসী সত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে কয়েকজন যুবক উপজেলা বাগভান্ডার বিজিবি ক্যাম্পের আওতাধীন পর্ব ভোট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৫৭ এর সাব পিলার ৪ এস ও ৫ এস এর মাঝামাঝি স্থানে অবৈধ পথে সুপারি পারাপারের সময় ভারতের কালমাটি বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের ছোড়া রাবার বুলেটে আহত হন আশরাফুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত পোনে ২ টার দিকে ভরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান।

রুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগের দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক ডাঃ ফাতেমা জানান, ছোররা গুলির আঘাতে অসুস্থ এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসার জন্য এসে ছিলেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ভরুঙ্গামারী থানার ওসি ও বিজিবি বাগভান্ডার ক্যাম্পের কম্পানি কমান্ডার জানান, বিএসএফের ছুড়া গুলিতে এক বাংলাদেশী নাগরিক আহত হয়েছে বলে শুনেছি। ঘটনার সত্যতা খোঁজ নিয়ে জানার চেষ্টা করছি।

সর্বশেষ

জনপ্রিয়