১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

কিশোরগঞ্জে স্বাস্থ্য পুষ্টি এবং ওয়াস বিষয়ক ২দিনের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
7 months ago
172


কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে স্বাস্থ্য,পুষ্টি এবং ওয়াসের  উপর ফ্যাসিলিটের জন্য ২দিনের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।গত ৫থেকে ৬ ডিসেম্বর মঙ্গল ও বুধবার কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে টাউন কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।এতে সংস্থাটির ৫টি কর্ম এলাকার ৬ ইউনিয়নের ৩৬জন ফ্যাসিলিটর অংশগ্রহন করেন।এ কর্মশালায় বাংলাদেশের স্বাস্থ্য,পুষ্টি এবং  ওয়াসের সামগ্রীক অবস্থা,খাদ্য ও পুষ্টির মৌলিক ধারনা,শূন্য থেকে ২৩ মাস বয়স পর্যন্ত শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানো উপকারিতা,টিকাদান কর্মসুচী,বয়ঃসন্ধি কালিন স্বাস্থ্য ব্যবস্থা,নিরাপদ মাতৃত্ব বিষয়ক ও সিভিএ সম্পর্কে আলোচনা,স্বাস্থ্য সম্মত ও পরিস্কার গ্রাম গঠনের কৌশল সমুহের শিখন,পিডিহার্থ, জিএমপি (ওজন ও উচ্চতা)সহ উল্লেখিত বিষয়ের উপর পৃথক পৃথক ভাবে মৌলিক প্রশিক্ষণ প্রদান করেন,এপি ম্যানেজার পিকিংচাম্বুগং,ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট শোভা তালফা,প্রোগ্রাম অফিসা স্বপন কিসপট্টা,জন কেনেডি ক্রুশ,জুফিরাজ দোলন কুবি,সহকারি প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়