৫ শ্রাবণ, ১৪৩২ - ২০ জুলাই, ২০২৫ - 20 July, 2025

ড্রেন খুড়া নিয়ে বিরোধ:  ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত

আমাদের প্রতিদিন
1 year ago
240


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড়ভাই মিজানুর রহমান (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের পরিবার।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোরে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার বসুনিয়াপাড়া এ ঘটনা ঘটে। নিহত মিজানুর ওই গ্রামের খায়রুল আমিনের বড় ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে বাড়ি পাশে কোদাল নিয়ে পানির ড্রেন খুরতে যান ছোট ভাই রবিউল ইসলাম। এসময় ওই ড্রেন করা নিয়ে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এক পর্যায়ে ওই কোদাল দিয়েই তার মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাঠিতে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা রংপুরে রেফার করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে রংপুর মেডিকেল কলেজে তিনি মারা যান। 

এ ঘটনায় নিহত মিজানুর রহমানের বাবা খাইরুল আমিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি,। অভিযোগ তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করা হবে। 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth