২৭ আশ্বিন, ১৪৩১ - ১২ অক্টোবর, ২০২৪ - 12 October, 2024

পীরগাছায় আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
8 months ago
190


পীরগাছা(রংপুর)প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট—২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে পীরগাছা জেএন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় তাম্বুলপুর ইউনিয়ন বনাম অন্নদানগর ইউনিয়ন দল অংশ গ্রহন করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাজমুল হক সুমন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, রংপুর জেলা আওয়ামীলীগের সদস্য মনোয়ারুল ইসলাম মাসুদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এ বিএম মিজানুর রহমান সাজু, ক্রীড়া সংস্থার সহ—সভাপতি আব্দুল কুদ্দুছ ভূইয়া, যুগ্ম সাধারন সম্পাদক আতিকুর রহমান অলিপ,  তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, অন্নদানগর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, তাম্বুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ডাঃ জাহিদুল ইসলাম, থানার ওসি তদন্ত সেলিমুর রহমান প্রমুখ। খেলায় তাম্বুলপুর ইউনিয়ন ১—০ গোলে অন্নদানগর ইউনিয়নকে পরাজিত করে জয়লাভ করে। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন। 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth