১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

বেরোবিতে এনআরবিসি ব্যাংকের সেমিনার অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
5 months ago
146


বেরোবি প্রতিনিধি:

এনআরবিসি ব্যাংক পিএলসি রংপুর জোনাল অফিসের উদ্যোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্ভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘পেইড ইন্টার্নশিপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্ভুক্ত বিভিন্ন বিভাগের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সেমিনারে এনআরবিসি ব্যাংক পিএলসি'র এর ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড সৈয়দ সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মতিউর রহমান।

এনআরবিসি ব্যাংক পিএলসি অডিট অফিসার আবু মোন্নাফ আল কিবরিয়ার (তুষার) সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এনআরসি ব্যাংক পিএলসি এক্সিকিউটিভ অফিসার নাজমুল হুদা, অডিট অফিসার নুর মোহাম্মদ ও রংপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহসান চপল।

সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের এনআরবিসি ব্যাংক পিএলসি ইন্টার্নশিপের বিভিন্ন সুবিধার দিক তুলে ধরে বলেন, এনআরবিসি ব্যাংক পিএলসি শিক্ষার্থীদের সুবিধার্থে ও ভোগান্তি লাঘবে পেইড ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছে। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত শিক্ষার্থীদের ইন্টার্নের জন্য আলাদা দুশ্চিন্তা করতে হয়। এই প্রোগ্রামের মাধ্যমে তাদের দুশ্চিন্তা অনেকটা লাঘব হবে। ইন্টার্ন শিক্ষার্থীদের আর্থিক সুবিধা প্রদান এবং দক্ষতার ভিত্তিতে ইন্টার্ন শিক্ষার্থীদের ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন সুবিধার সুযোগ রয়েছে বলে জানান বক্তারা। সেমিনারটি শিক্ষার্থীদের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শেষ হয়।

সর্বশেষ

জনপ্রিয়