৭ মাঘ, ১৪৩১ - ২১ জানুয়ারি, ২০২৫ - 21 January, 2025

নিখোঁজের একদিন পরে তামাক ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

আমাদের প্রতিদিন
9 months ago
246


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজের একদিন তামাক ক্ষেত থেকে  রোমান মিয়া(৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার(৩০ মার্চ) বিকেলে ওই উপজেলার ভাদাই ইউনিয়নের ত্রিমোহনী সেতু বাজার এলাকার একটি তামাক ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আমিনুর ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বাহিরে খেলতে বেড়িয়ে নিখোঁজ হয় শিশু রোমান মিয়া। তার সন্ধান না পেয়ে বিভিন্ন স্থানে মাইকিং করে তার পরিবার। শনিবার বিকেলে তামাক ক্ষেতে কাজ করতে গিয়ে কৃষকরা শিশুটির মাথা ও পা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারনা পুর্ব শত্রুতার জেরে ঘাতকরা শিশু রোমানকে শ্বাসরোধে হত্যা করে তামাক ক্ষেতে মাটি চাপা দিয়ে পালিয়ে যায়।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth