৭ বৈশাখ, ১৪৩২ - ২০ এপ্রিল, ২০২৫ - 20 April, 2025

গাবিন্দগঞ্জে দূর্বৃত্তের হামলায় কলা ব্যবসায়ী নিহত:আহত ১

আমাদের প্রতিদিন
1 year ago
216


গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দূবৃর্ত্তদের ধারালো অস্ত্রের হামলায় এক কলা ব্যবসায়ী নিহত  এবং অপর একজন গুরুতর আহত হয়ে।

গতকাল শনিবার (৩০ মার্চ ) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ইসলামপুর—ফুলপুকুরিয়া আঞ্চলিক সড়কের জীবনপুর নামক স্থানে পৌছিলে তিন কলা ব্যবসায়ী এ হমলার স্বীকার হয়। নিহত লেবু মিয়া (৪৫) গুমানীগঞ্জ ইউপির জরিপপুর জঙ্গলমারা গ্রামের আবুল হোসেনের ছেলে। তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত একই গ্রামের দক্ষিণপাড়ার নুর বক্তার ছেলে শাহ আলম গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। অপরদিকে একই গ্রামে শহিদুল ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে রক্ষা পায়।

স্থানীয়রা জানায়, তিন জনই কলা ব্যবসায়ী। রাতে বাড়ি ফেরার পথে জীবনপুর এলাকায় ৫—৭ জনের দূর্বত্তদের দল তাদের উপর এ হামলা চালায়। গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে। পুলিশ এ ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত ঘটনা বলে প্রাথমিক ভাবে ধারনা করছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth