১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

আমাদের প্রতিদিন
3 months ago
92


ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

আজ রবিবার ৩১ মার্চ দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী- ০১ (ডোমার -ডিমলা) আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২০২৩ -২০২৪ অর্থ বছরের এ কর্মসুচী বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়।

সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আবদুল মালেক সরকার, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ প্রমুখ।

এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ বলেন, ২০২৩-২০২৪ইং অর্থ বছরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মধ্যে  পরিবার প্রতি দুই বান্ডিল ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়