বিরামপুরে ট্রাক চাপায় যুবক নিহত
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বিরামপুরে রোববার (৩১ মার্চ) দুপুরে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী বিপুল (১৭) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। সে শহরের একটি বেকারী কারখানার শ্রমিক এবং প্রান্নাথপুর আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী আব্দুল হালিমের ছেলে।
বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হিশিকান্ত রায় জানান, কলাবাগান পেট্রোল পাম্প থেকে তেল কিনে রাস্তা পারাপারের সময় দিনাজপুর গামী একটি মাল বোঝায় ট্রাকের নিচে বিপুল চাপা পড়ে ঘটনাস্থলেই বিপুলের মৃত্যু হয়।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, ট্রাক জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।