রংপুরে এসএসসি ১৩ ব্যাচের ইফতার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
এসএসসি ২০১৩ স্টুডেন্ট'স অব রংপুর ডিভিশন” এর আয়োজনে- অদম্য ২০১৩ ব্যাচের বন্ধুদের মিলন মেলা, ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রংপুর কারমাইকেল কলেজের সামনে অসহায় দুস্থদের মাঝর ইফতার বিতরণ করেন। পরে কলেজের জিএল হোস্টেল মাঠে ১৩ ব্যাচের বন্ধুরা একত্রিত হয়ে ইফতার করতে।
এসময় দৈনিক দাবানলের স্টাফ রিপোর্টার মেজবাহুল হিমেল, ফাহিম হোসেন, শিখা, মিলন, আবু সায়েদ শান্ত, আখতারুল ইসলাম, ফেরদৌস নীল, সুজানুর রহমান সুজন, নাজমুল হুদা নিমু, মাহাবুব।
এসএসসি ২০১৩ স্টুডেন্ট'স শুধু রংপুর নয় সারা দেশে এই পবিত্র রমজান মাসে ইফতার ও সেহেরি বিতরণ করছে। আমরা চাই আমাদের মতো করে যেনো অসহায় দুস্থ্য ও নিম্ন আয়ের যারা আছে ইফতার ও সেহেরি করতে পারে।
এসএসসি ২০১৩ ব্যাচ সব সময় মানুষের জন্য ভালো কাজ করে আসছে। শুভ কাজের সাক্ষী হতে পারলে নিজের মধ্যে অন্য রকম তৃপ্তি কাজ করে। আমাদের শুভ কাজের ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে বলে জানান।