বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে হাঁস-মুরগী ও উপকরণ বিতরণ
বিরল (দিনাজপুর)প্রতিনিধি:
বিরলে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে হাঁস-মুরগী ও উপকরণ বিতরণ করা হয়েছে।
২ মার্চ মঙ্গলবার সকালে বিরল উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ—গোষ্ঠীর ২৯৬ টি পরিবারের মাঝে ২০টি করে হাঁস এর বাচ্চা বিতরণ করা হয়। এর আগে ২৭০ টি পরিবারের মাঝে মুরগী, ১৩৭ টি পরিবারের মাঝে ভেড়া, ৪২ টি পরিবারের মাঝে ১ টি করে বকনা বাছুর ও ৪২ টি পরিবারের মাঝে একটি করে ষাঢ় বাছুর বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা।
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ—গোষ্ঠীর আর্থ-সামাজিক ও মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানী সম্পদ উন্নয়ন প্রকল্প সুফলভোগীদের মাঝে হাস/মুরগী ও উপকরণ বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বহ্নি শিখা আশা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শফিউল আলম প্রমূখ।