১ আষাঢ়, ১৪৩২ - ১৬ জুন, ২০২৫ - 16 June, 2025

গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন

আমাদের প্রতিদিন
1 year ago
246


গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে দুই টি পরিবারের ৮টি ঘর নগদ টাকা স্বর্ণালংকারসহ প্রায় ৭০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় গোবিন্দগঞ্জ পৌর এলাকার কলিকাডোবা গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে গোবিন্দগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র কালিকাডোবা গ্রামের মরহুম মানিক মোল্লার ছেলে রফিকুল ইসলাম ও প্রখ্যাত শ্রমিক নেতা মরহুম ফারাজ মোল্লার ছেলে আব্দুল মোমিন মোল্লা ক্ষতিগ্রস্ত হয়।

গোবিন্দগঞ্জ ফায়ার সারর্ভিস ইনচার্জ আতিকুল ইসলাম জানান,সকাল সাড়ে ৬টা তারা অগ্নিকান্ডের খরব পেয়ে ছুটে যান। ঘটনাস্থ পৌঁছে তারা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। মোহন ও মমিনের ৭টি ঘর সহ মালামাল পুড়ে যায়। তার পরেও তারা প্রায় ১২ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন মালামাল ক্ষতির হাত রক্ষা করা হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের দাবী অগ্নিকান্ডের তাদের নগদ টাকা,স্বর্ণলংকার ঘরসহ ঘরের বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth