রংপুরে চড়কবাড়ি সার্বজনীন শতবর্ষী শিব মন্দির নির্মাণ কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
রংপুর মহানগরীতে চড়কবাড়ি সার্বজনীন শতবর্ষী শিব মন্দির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর সাতগাড়া পর্যটন মোড় সংলগ্ন দারোগার মোড় এলাকায় এই মন্দির নির্মাণ কাজের উদ্বোধক ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা সভাপতি রাম জীবন কুণ্ড। প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি হারাধন রায় হারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গাফফার, সংরক্ষিত ওয়ার্ড মহিলা কাউন্সিলর জাহেদা আনোয়ারী লাকী, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট প্রশান্ত কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রংপুর জেলার সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়, পূজা উদযাপন পরিষদ মেট্রোপলিটন শাখার সভাপতি খোকন সরকার, সাধারণ সম্পাদক পীযূষ চন্দ্র সরকার, মাদকাশক্তি ও মানসিক রোগ নিরাময় কেন্দ্রের পরিচালক রাশেদুজ্জামান রিপন, ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকমল হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমলেশ চন্দ্র রায়, কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র রায়, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন মিন্টু, মন্দির কমিটির সদস্য সচিব প্রদীপ কুমার রায়, বিশ্বনাথ রায় মণ্ডল, পাভেল কুমার রায়, সঞ্জয় কুমার রায় প্রমুখ।