২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

পলাশবাড়ীতে ফ্রিজ বাষ্ট হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

আমাদের প্রতিদিন
8 months ago
256


বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা):

গাইবান্ধার পলাশবাড়ীতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে ফ্রিজ বাষ্ট হয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৪ টি ঘড় পুড়ে ভস্মীভূত হয়েছে।

ঘটনাটি ঘটেছে, ৩ এপ্রিল বুধবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার ৪নং বরিশাল ইউনিয়ানের ভগবানপুর গ্রামে।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ফলেছা বেগম (৫০) নামে ১ মহিলাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক টিম ঘটনাস্থলে  গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় বসতবাড়ির ৪ টি ঘড় পুরে ভস্মীভূত হয়ে যায়। আগুনে পুরে ফলেছা বেগম (৫০) নামে এক মহিলা।

আহত মহিলাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সেখানে তার অবস্থার অবনতি হলে  পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়। আহত ফলেছা বেগম ওই এলাকার মৃত আজল হকের স্ত্রী।

বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনার  সত্যতা স্বীকার করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth