রংপুরে বিভাগীয় পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক:
রংপুরে বিভাগীয় পর্যায়ে জাতীয় শিশু -কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত।
আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল)বিকেলে ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে এ পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো: শাহাজাহানের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মোছাদ্দিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য) ডা. এ বি এম আবু হানিফ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এ বি এম নুরুল্লাহ।
প্রতিযোগিতায় রংপুর বিভাগের আওতাধীন ৮ জেলার জেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ সনদ ও পুরস্কার প্রদান করেন।