রংপুরে প্রতিবন্ধী ব্যক্তির নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর আলোকে বৃহস্পতিবার সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে প্রতিবন্ধী ব্যক্তির নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে রংপুর বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় পরিচালক ডা.এবিএম আবু হানিফ, ইউনিসেফ বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগের চীফ অফ ফিন্ড অফিসার এএইচ তৌফিক আহমেদ, সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো: ফজলুল কবীর। এসময় রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তরের রংপুর ব্যুরো প্রধান ও আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান হাবু, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোশারফ হোসেন সহ রংপুর বিভাগের আট জেলার সিভিল সার্জন, সমাজসেবা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, সাংবাদিকসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।