১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

চিলমারীতে মাচাবান্দা প্রামানিক পাড়া হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
3 months ago
176


হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের চিলমারীতে মাচাবান্দা প্রামানিক পাড়া হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে ৫ম  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) চিলমারী উপজেলার মাচাবাদা জামে মসজিদের পাশে ঈদের নামাজের মাঠে, আলহাজ্ব হাফেজ মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ৫ম  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজারভিটা ইসলামি ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী আরবি প্রভাষক মাওলানা মোঃ আব্দুল জব্বার ফারুকী, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মোঃ মামুনুর রশীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ চিলমারী উপজেলা শাখা ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ জাহিদ আনোয়ার পলাশ, হাফেজ মাওলানা মুফতি মোঃ  সাজেদুর রহমান শামীম, মুফতি মোঃ আব্দুল ওয়াজেদ, হাফেজ মোঃ আবু তাহেরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মাচাবান্দা প্রামানিক পাড়া হিলফুল ফুজুল যুব সংগঠনের সাধারণ সম্পাদক,

হাফেজ মোঃ আরিফুর রহমান আরিফ। তিনি বলেন, আমরা যেন আমাদের এই ইফতার পাটি প্রতি বছরে আয়োজন করতে পারি, এই জন্য তিনি সবার নিকট দোয়া চেয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়