নীলফামারীতে বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি উদ্যোগে অসহায়পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি ।আজ শুক্রবার সকালে উপজেলা ডাকবাংলা মাঠে ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতারণ করা হয় ।প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক নারায়ন সাহা মনি বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সাবেক সচিব ও কোষাধ্যক্ষ শেখ মান্নান, প্রচার সম্পাদক এস এম সাইফুল্লা আল মামুন, কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য ও নীলফামারী জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান পল্লবী এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজ্জাউদ্দৌলা লিফটন, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু প্রমূখ।