গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়নে মধুকৃষ্ণা ত্রয়োদশী বারুণী ও কালীপূজা অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের শিংগীমারি শ্মশানে (শান্তিনিবাস) শনিবার দিনব্যাপী মধুকৃষ্ণা ত্রয়োদশী বারুণী ও কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। শিংগীমারি শ্মশান কমিটির আয়োজনে বারুণী ও কালীপূজা অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর ১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু। শিংগীমারি শ্মশান কমিটির সভাপতি কৃষ্ণ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউপি সদস্য শরিফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য অলিকান্ত রায় ও শিংগীমারি শ্মশান কমিটির
সাধারণ সম্পাদক সুধীর চন্দ্র বর্মন বক্তব্য রাখেন। এসময় সনাতন ধর্মাবলম্বী ভক্ত বৃন্দসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এমপি আসাদুজ্জামান বাবলু শিংগীমারি শ্মশানের উন্নয়নে সার্বিক সহোযোগিতা করার আশ্বাস দেন।