গঙ্গাচড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
স্বাস্থ্য অধিকার নিশ্চিতে: কাজ করি একসাথে এ প্রতিপাদ্যে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস এর
সভাপতিত্বে বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুজহাত আনিকা, ইএসডিও এর প্রজেক্ট অফিসার তুলশী রানী রায়। এসময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।