ডোমারে 'বিশ্ব স্বাস্থ্য দিবস' উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:
"স্বাস্থ্য অধিকার নিশ্চিতে, কাজ করি একসাথে' এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে 'বিশ্ব স্বাস্থ্য দিবস' উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৬ এপ্রিল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী।
এসময় অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন আরও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর ও স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আল-আমিন রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) হাবিবুর রহমান সিদ্দিকী, পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী প্রমুখ।