গঙ্গাচড়ায় দুস্থ ও অসহায় নারীদের মধ্যে শাড়ি বিতরণ করলেন এমপি আসাদুজ্জামান বাবলু
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে এক হাজার দুস্থ ও অসহায় নারীর মধ্যে ঈদ উপহার স্বরূপ একটি করে শাড়ি বিতরণ করেছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি আর এ খুশি গরিব-দুঃখী সবাই যেন সমানভাবে উপভোগ করতে পারে সে লক্ষে সোমবার সকালে গঙ্গাচড়া সদর ইউনিয়নের ধামুর পূর্বপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ব্যক্তিগত উদ্যোগে তিনি শাড়ি বিতরণ করেন। শাড়ি বিতরণ কালে এমপি বলেন পবিত্র ঈদুল ফিতরের দিনে কেউ যেন আনন্দ থেকে বাদ না পড়ে সে জন্যই দুস্থ ও অসহায় নারীর মধ্যে ঈদ উপহার দেওয়া হচ্ছে। এটা শুধু একটা শাড়ি নয়, এর মাধ্যমে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভি, প্রধান শিক্ষক মতিয়ার রহমান বক্তব্য রাখেন।