৭ ফাল্গুন, ১৪৩১ - ২০ ফেব্রুয়ারি, ২০২৫ - 20 February, 2025

কুড়িগ্রাম টেলিভিশন ফোরাম’র সরকারি শিশু পরিবারে পোষাক বিতরণ

আমাদের প্রতিদিন
10 months ago
207


কুড়িগ্রাম অফিস:

কুড়িগ্রামে ঈদ উপলক্ষে সরকারি শিশু পরিবারের ৪৫জন শিশুকে পোষাক বিতরণ ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। রবিবার সন্ধ্যায় শিশু পরিবার প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম—২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডা: মো: হামিদুল হক খন্দকার। কুড়িগ্রাম টেলিভিশন রিপোর্টাস ফোরাম (টিআরএফ) অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক এডভোকেট আহসান হাবীব নীলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রোকোনুল ইসলাম, মজিদা আদর্শ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন আলী আহমেদ রিন্টু, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, বিশিষ্ট সাংবাদিক সফি খান, কুড়িগ্রাম টেলিভিশন রিপোর্টাস ফোরামের সভাপতি হুমায়ুন কবির সূর্য, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদেরকে সাথে নিয়ে সরকারি শিশু পরিবারের সদস্যদের হাতে পোষাক তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি কুড়িগ্রাম—২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডা: মো: হামিদুল হক খন্দকার। পরে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth