ডোমারে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:
নীলফামারীর ডোমারে বাঙালির ঐতিহ্য আসছে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ ও 'বাংলা নববর্ষ-১৪৩১' বরণ ও উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ৮ এপ্রিল সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বাংলা নববর্ষ উদযাপন শীর্ষক প্রস্তুতিমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ।
এসময় অন্যান্নদের মাঝে বক্তব্য প্রদান করেন ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন আলী, বিশিষ্ট শিক্ষাবিদ আবু সুফিয়ান লেবু, ডোমার নাট্য সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক আল-আমিন রহমান, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুন প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।