১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

কুড়িগ্রামের ৪ টি গ্রামে ঈদের নামাজ আদায়

আমাদের প্রতিদিন
3 months ago
156


কুড়িগ্রাম অফিস:

কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর ও ভুরুঙ্গামারী উপজেলার ৪টি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের ঈদের জামাত আদায় করেছেন মুসল্লীরা। আলাদা আলাদা ঈদ জামাতে প্রায় পাঁচ শতাধিক মুসল্লীর অংশ গ্রহন করে ছিল বলে জানা গেছে।

আজ বুধবার (১০ এপ্রিল) সকালে রৌমারী উপজেলার শৈলমারী ইউনিয়নের গয়টা পাড়া গ্রাম, রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব করাতি পাড়া গ্রাম ও ভুরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়ন পাইকডাঙ্গা ও পাইকের ছড়া গ্রামে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাত আদায় করা রৌমারী উপজেলার শৈলমারী ইউনিয়ন গয়টা পাড়া গ্রামের বাসিন্দা জানান,আমারা প্রায় ৫ বছর ধরে সৌদি আরব ও মধ্য প্রাচ্যের দেশগুলোর  সাথে মিল রেখে রমজানের রোজা রাখা, ঈদের নামাজ আদায় ও ঈদ উৎসব পালন করে আসছি।

ভুরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া পাইকডাঙ্গা গ্রামের মোঃ সবুর আলী বলেন, বেশ কয়েক বছর ধরে সৌদির সাথে মিল রেখে এ ইউনিয়নের দুটি গ্রামের মানুষ আমরা রমজান ও ঈদ পালন করে আসছি। আনন্দ উদ্দীপনার সাথে ঈদের নামাজ আদায় করলাম। সারা মাস রোজা রেখে ঈদের নামাজ আদায় করে খুবই ভালো লাগলো।

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, জেলা পুলিশের  নিরাপত্তায় পূর্ণ উৎসব মুখর পরিবেশে  কুড়িগ্রামের ৪ টি গ্রামে ঈদের  জামাত অনুষ্ঠিত হয়। নাগরিক সেবায় জেলা পুলিশ সব সময় নিবেদিত আছে।জেলায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনে পুলিশ সব সময় কাজ করছে বলে জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়