ফুলবাড়ীতে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন
ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
ইউএনও মোছা: রেহেনুমা তারান্নুম এর সভাপতিত্বে এবং হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, পল্লী উন্নয়ন কর্মকর্তা উম্মে কুলছুম, মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে ইউএনওসহ কর্মকর্তা কর্মচারীরা প্রদর্শনীর স্টলগুলো পরিদর্শন করেন।