৫ ফাল্গুন, ১৪৩১ - ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ - 17 February, 2025

"পলাশবাড়ীতে গরু চুরির বিচারের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যু্বক খুন"

আমাদের প্রতিদিন
9 months ago
173


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :

গাইবান্ধার পলাশবাড়ীতে গরু চুরির বিচার-মামলার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবু (৩২) নামে যু্বক খুন হয়েছেন।

বুধবার (১৭ এপ্রিল) দিনগত রাতে সাড়ে ৮ টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নে আমলাগাছি- ঢোলভাঙা সড়কের বেলতলা এলাকায় এ হামলার শিকার হন তিনি।

পরে রাত সাড়ে ১০ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়।

রাহিদুল ইসলাম ওই ইউনিয়নের পূর্বগোপালপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমারুজ্জামান বলেন, সম্প্রতি এলাকায় গরু চুরির বিচার-মামলার জেরে বাবুর ওপর ক্ষিপ্ত ছিল প্রতিপক্ষরা। এরই ধারাবাহিকতায় আজ রাতে আমলাগাছি-ঢোলভাঙা সড়কের বেলতলা এলাকায় বাবুর ওপর হামলা চালায় প্রতিপক্ষরা

হামলাকারীদের ছুরির আঘাত বাবুর বুক ভেদ করে হার্ট পর্যন্ত পৌঁছায় তার মৃত্যু হয়েছে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান,  এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth