৭ বৈশাখ, ১৪৩২ - ২০ এপ্রিল, ২০২৫ - 20 April, 2025

ফুলবাড়ীতে নলকূপ বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রীর মৃত্যু

আমাদের প্রতিদিন
11 months ago
200


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নলকূপ বসানোর সময় বিদ্যুৎ স্পৃষ্টে এক নলকূপ মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হক (৪৫) নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মরা গাগলা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে।

নিহতের সহযোগী রেজাউল ও মজিদুল জানান, আয়রন মুক্ত নলকুপ বসানোর জন্য হেড মিস্ত্রী আজিজুল হক  সাত জন সহযোগী নিয়ে শনিবার সকালে শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের হারুন মিয়ার বাড়ীতে আসেন। সেখানে লোহার পাইপ দিয়ে নলকুপ বসানোর সময় অসাবধানতা বশত পাইপ বিদ্যুত্যের তারে লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরতর আহত হন। পরে তাকে স্থাণীয় দের সহযোগিতায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা হুমায়রা তাকে মৃত ঘোষনা করেন।

শিমুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানম্যান শরিফুল আলম মিঞা সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth