১৮ কার্তিক, ১৪৩১ - ০২ নভেম্বর, ২০২৪ - 02 November, 2024

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় শালি-দুলাভাই নিহত

আমাদের প্রতিদিন
6 months ago
118


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জনে ও গতকাল শনিবার বিকালে ১ জনের মৃত্যু হয়।

এর আগে শনিবার সকালে ওই উপজেলার দীঘিরহাট এলাকায় লালমনিরহাট—বুড়িমারী মহা সড়কে এ দূর্ঘটনা ঘটে। 

পুলিশ জানান, পাটগ্রামের বুড়িমারী স্থল বন্দর থেকে ছেড়ে আসা একটি বালু বোঝাই ট্রাক একটি যাত্রীবাহী ভ্যান ও অটোকে পেছনে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক সহ গুরুতর আহত হয় ৫ জন।তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে ওই উপজেলার ধুবনী গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মধ্য গড্ডিমারী গ্রামের হানিফ আলীর স্ত্রী জলেখা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়। আব্দুল কাইয়ুম ও জলেখা বেগম সম্পর্কে শালি—দুলাভাই।

হাতীবান্ধা হাইওয়ে থানার ইনচার্জ আরিফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ট্রাকটি আটক করা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth