৫ আশ্বিন, ১৪৩১ - ২০ সেপ্টেম্বর, ২০২৪ - 20 September, 2024

চিলমারীতে এনডিপির প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
4 months ago
108


চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ফ্লাড(ইসিসিসিপি-ফ্লাড)এর প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে পল্লী কর্ম—সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর সহযোগীতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি‘র বাস্তবায়নে (ইসিসিসিপি—ফ্লাড) প্রকল্প সমাপনী কর্মশালায় বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিশান দাস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আলতাব হোসেন,চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, এনডিপির উপ—পরিচালক মোঃ মাসুদুজ্জামান পল,প্রকল্প সমন্বয়কারী মোঃ হাবিবুর রশিদ,সাংবাদিক এস,এম নুরুল আমিন সরকার,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ—সহকারী প্রকৌশলী উত্তম কুমার সিংহ প্রমুখ।

প্রকল্প সমাপনী সভায় জানানো হয়,নভেম্বর ২০২০থেকে এপ্রিল ২০২৪ পর্যন্ত চিলমারী উপজেলার রমনা, চিলমারী, নয়ারহাট ও অষ্টমীর চর ইউনিয়ন এবং রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন মিলে মোট ৫টি ইউনিয়নে বন্যাপ্রবণ জনগোষ্ঠির বন্যা মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষে কাজ করে এনডিপি। জলবায়ূ পরিবর্তনজনিত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কতৃর্ক প্রতিষ্ঠিত তহবিল গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে ৫টি ইউনিয়নে ১৬কোটি ৬৫ লক্ষ ২৯ হাজার ৩০৭ টাকা ব্যয়ে  ৪হাজার ৭৫৬টি পরিবারের জন্য ২হাজার ৩০৮টি বসতভিটা উঁচুকরণ,১হাজার ৮৮৬টি মাচাবিশিষ্ট ছাগল ঘর বিতরণ,১৯১টি বন্যাসহিষ্ণু নলকুপ স্থাপন, ৬৬৪টি স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন, ১হাজার ৭৫৬টি উচ্চমূল্যের কৃষি সম্প্রসারণ কার্যক্রম পরিচালনা করা হয়।এতে প্রত্যক্ষ উপকারভোগীর সংখ্যা ১৬হাজার ৯৩৩জন এবং পরোক্ষ উপকারভোগীর সংখ্যা প্রায় ১৭হাজার বলে জানানো হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth