৭ মাঘ, ১৪৩১ - ২১ জানুয়ারি, ২০২৫ - 21 January, 2025

পীরগঞ্জে ৫ জুয়াড়িসহ ১০ জন আটক

আমাদের প্রতিদিন
8 months ago
283


পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ জুয়া খেলার সময় হাতেনাতে ৫ জন জুয়াড়িসহ ১০ জনকে আটক করেছে।সোমবার দুপুরে অন্যান্য মামলায় গ্রেফতারকৃত আরো ৫ জনসহ ১০ জন কে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) নজির হোসেন এর নেতৃত্বে এসআই আবু বক্কর সিদ্দিক উপজেলার রামনাথপুর ইউনিয়নের কালসারডারা বাজারে অভিযান চালিয়ে জনৈক জাকারিয়া কাজলের চাতালে  জুয়া খেলা অবস্থায় আবদুল্যাহ পুর গ্রামের আবুল হোসেনের ছেলে রুহুল আমিন (৩৭), শাফাতউল্যার ছেলে ছাবেদ আলী (৫২), মৃত আব্দুল কুদ্দুসের ছেলে খলিলুর রহমান (৫২),  ফুল মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (৪০),আবুল হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৫০) কে গ্রেফতার করে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, জুয়া মামলার ৫ জন আসামী, পীরগঞ্জ থানার নিয়মিত মামলায় গ্রেফতার ১ জন এবং অন্যান্য মামলায় রিমান্ড প্রাপ্ত ৪ জন আসামীসহ মোট ১০ জন আসামীকে গতকাল সোমবার দুপুরে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth